আমাদের সম্পর্কে

লক্ষ্য: বাংলাদেশের সকল মানুষ ঈশ্বরের বাক্য পাঠের মাধ্যমে বিশেষ আত্মিক/রূহানীক উন্নতি লাভ করবে।

কার্যক্রম: বাংলাদেশ ডাকযোগে বাইবেল স্কুল এর প্রধান কাজ হলো, ডাকযোগে বাইবেল ভিত্তিক বিভিন্ন কোর্স এর মাধ্যমে দেশের সকল খ্রীষ্ট বিশ্বাসীদেরকে শিক্ষিত করা ও খ্রীষ্টের সুসমাচারকে প্রচার করা।
ডাকযোগে শিক্ষা কার্যক্রমের মধ্যে আছে
১. ডাকযোগে বাইবেল কোর্স
২. বাইবেল এডুকেশন সার্ভিস
৩. অনলাইন বাইবেল কোর্স

উপরোক্ত ৩টি মাধ্যমে বাইবেল কোর্স সমাপ্ত করলে এবং দেশের কোন অঞ্চলে যদি ৫০ জনের অধিক ছাত্রছাত্রী থাকে, তাদেরকে নিয়ে ১ দিনের 

৪. ছাত্রছাত্রী সেমিনার
আয়োজন করে থাকি।

এসব কোর্স শেষ করার পর ছাত্রছাত্রীদেরকে আরো গভীর বাইবেল অধ্যয়নে সাহায্য করার জন্য ও খ্রীষ্টের শিষ্য হিসেবে গড়ে তোলার প্রাথমিক লক্ষ হিসেবে আমরা
৫. ছাত্রছাত্রী কর্মশালা
আয়োজন করে থাকি।

যারা ওয়ার্কশপ সমাপ্ত করেন ও বাইবেল বিষয়ে দীর্ঘমেয়াদি কোন প্রশিক্ষণ পেতে আগ্রহ প্রকাশ করেন তাদেরকে নিয়ে বছর ব্যাপী ব্যবহারিক বাইবেল শিক্ষা কার্যক্রম
৬. প্রেকটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম
আয়োজন করে থাকি।

এছাড়াও
৭. স্কুল ক্যাম্প
৮. আন্ত:সেমিনারী বাইবেল ভিত্তিক প্রতিযোগিতা
বাংলাদেশ ডাকযোগে বাইবেল স্কুলের একটি বর্ধিত কার্যক্রম।

বাইবেল কোর্স এর বিভিন্ন ধাপ সমাপ্তী সার্টিফিকেট,  বাইবেল ও ধর্মীয় বিভিন্ন বই উপহার প্রদান করা হয়। সম্পূর্ণ কোর্স শেষ করার পর একটি বিসিএস ডিপ্লোমা সার্টিফিকেট ও সম্পূর্ণ বাইবেল প্রদান করা হয়।