বাংলাদেশ ডাকযোগে বাইবেল স্কুলের নতুন কোর্স
সেই ৩৯৫ মিলিয়ন শিশুর জন্য হয়তো আমরা তেমন কিছু করতে পারব না তবে বাংলাদেশের খ্রিষ্টিয়ান সমাজের শিশু, কিশোর, যুবক-যুবতী এমনকি সকল বয়সের উপযোগী করে এই (বাইবেল টাইম/কিতাবের সময়) কোর্স টিকে সাজানো হয়েছে।
এই কোর্স এর মোট ৫টি স্তুর আছে। প্রতিটি স্তরে রয়েছে ১২টি পাঠ (এ ০ থেকে এ ১২)। প্রতিটি পাঠে ৪টি করে বাইবেল এর গল্প আছে। প্রতিটি পাঠ শেষ করতে ৩০-৪০ মিনিট সময় লাগতে পারে।
স্তর ০: ৩-৫ বছরের শিশুদের জন্য (তবে যারা এই কোর্স কখনোই করেনি বয়স ১০ বছর পর্যন্ত এই স্তরের কোর্স করতে পারে)
স্তর ১: ৫-৭ বছরের শিশুদের জন্য (১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিশুরাও এই কোর্স করতে পারে)
স্তর ২: ৮-১১ বছরের শিশুদের জন্য
স্তর ৩: ১১-১৪ বছরের শিশ/কিশোরদের জন্য
স্তর ৪: ১৪- পূর্ণ বছরের শিশুদের জন্য।
চার্চের সানডে স্কুল, হোস্টেল এবং বাবা-মা তাদের সন্তানদেরকে এই কোর্স করাতে পারেন।
অনেক সময় আমরা ব্যস্ততা কাটানোর জন্য ছোট ছেলেমেয়েদেরকে কার্টুন কিংবা স্মার্টফোন দিয়ে বাসিয়ে দিই। কিংবা ছেলেমেয়েদের সাথে কি করব তা খুঁজে পাই না। সেক্ষেত্রে আপনি নিজে এই বাইবেল কোর্স আপনার ছেলেমেয়েদেরকে করাতে পারেন। এতে করে আপনার ছেলেমেয়েরা ছোট বয়স থেকেই বাইবেল সম্পর্কে জ্ঞান পাবে এবং আপনারাও সন্তানের সাথে ভালো সময় কাটবে।
সানডে স্কুলের উপকরণ হিসেবেও এই কোর্স ব্যবহার করতে পারেন।
[এই কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয় এবং যদি ৫ এর অধিক ছাত্রছাত্রী হয় তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের খরচও বহন করি।]